শেখ আবদুর রহিমের ‘হজরত মুহম্মদ স. জীবনচরিত ও ধর্মনীতি’

অমর একুশে গ্রন্থমেলায় এবার প্রকাশ হয়েছে প্রয়াত লেখক ও সাংবাদিক শেখ আবদুর রহিমের বই ‘হজরত মুহম্মদ স. জীবনচরিত ও ধর্মনীতি’ । বইটির পুনর্মুদ্রণ প্রকাশ করেছে আবিষ্কার। মূল্য ১১৫০ টাকা।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের পিতামহ ছিলেন শেখ আবদুর রহিম। বইটি সম্পর্কে ড. আনিসুজ্জামান ভূমিকায় লিখেছেন ,“আবদুর রহিমের শ্রেষ্ঠ গ্রন্থ ‘হজরত মুহম্মদ স. জীবনচরিত ও ধর্মনীতি’(১৮৮৮) প্রকাশলাভের সঙ্গে সঙ্গেই প্রশংসা অর্জন করেছিল। তাঁর আগে আর কোনো বাঙালি মুসলমান হজরতের জীবনচরিত রচনা করেননি। এই বইতে তাঁর অসাধারণ পরিশ্রম ও নিষ্ঠার স্বাক্ষর আছে।”
আবিষ্কারের প্রকাশক এস ডি হাসান বলেন, ‘বছর দুয়েক আগে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আবিষ্কারকে মূল্যবান এই গ্রন্থটি পুনর্মুদ্রণের দায়িত্ব দেন। গ্রন্থটি পুনঃপ্রকাশে যাঁদের প্রত্যক্ষ তাগিদ ছিল তাঁদের মধ্যে কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মারুফুল ইসলাম, কবি হাসান হাফিজ অন্যতম। অশেষ ধন্যবাদ প্রফেসর আনিসুজ্জামানকে এই বই আবিষ্কারকে মুদ্রণের অনুমতি দেওয়ার জন্য।’