পুরান ঢাকা আলোকায়ন : পাদপ্রদীপে ঐতিহ্য

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, গ্যোয়টে ইনস্টিটিউট বাংলাদেশ এবং আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি) পুরান ঢাকার হুমকির সম্মুখীন ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশে আয়োজন করেছে ‘পুরান ঢাকা আলোকায়ন : পাদপ্রদীপে ঐতিহ্য’ শীর্ষক এক অনুষ্ঠানের। ফ্রান্স ও জার্মানির দুই আলোক শিল্পী ক্রিস্টফ বুয়্যাস এবং ফিলিপ গাইস্ট এ লক্ষ্যে ফরাশগঞ্জের দেবী নিবাস আলোকায়িত করেন।
আলোকায়নের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় গত ১৬ অক্টোবর শুক্রবার, সেখানে পরিবেশন করা হয় নৃত্য ও সংগীত। সেই সঙ্গে পুরান ঢাকার সাংস্কৃতিক উপকরণগুলোর একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় পুরনো স্থাপত্য দেবী নিবাসের ভিতরে। এই আয়োজনের লক্ষ্য পুরান ঢাকার সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্য পুনরুজ্জীবিত করা।
গতকাল পুরান ঢাকার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের উপপ্রধান জঁ পিয়ের পোঁসে এবং বংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের উপপ্রধান ড. ফার্দিনান্দ ফন ভাইয়ে।
শিল্পীদের মধ্যে ছিলেন ক্রিস্টফ বুয়্যাস, তিনি আলোক নির্দেশক এবং থিয়েটার পরিচালক। ফ্রান্সের লিওঁতে ফেতে দো লুমিয়ের শীর্ষক আলোক উৎসবে অংশ নিয়েছেন তিনি। ফিলিপ গাইস্ট জার্মানির শিল্পী। তিনি চলচ্চিত্র, ভিডিও এবং আলোকসজ্জায় খ্যাতি কুঁড়িয়েছেন অনেক। তিনি চিত্রশিল্পী এবং আলোকচিত্রী। বাংলাদেশি শিল্পীদের মধ্যে রাহিন হায়দার স্যাক্সোফোন আরবাঁশি বাজান এবং শান্তা শাহরিন নৃত্য পরিবেশন করেন।