মেলার দুটি নতুন বই

হিন্দি টিভি চ্যানেল ও শিশুদের ভাষা
অবশেষে বইমেলায় এসেছে গবেষণাধর্মী বই ‘হিন্দি টিভি চ্যানেল ও শিশুদের ভাষা’। সাংবাদিক, গবেষক ও সংগঠক আমিনুল ইসলাম সুজন কর্তৃক পরিচালিত এ গবেষণায় মূলত হিন্দি টিভি চ্যানেলের প্রভাব কীভাবে শিশুদের মাতৃভাষা শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে, সে বিষয়টি গবেষণায় তুলে আনার চেষ্টা করা হয়েছে।
এর পাশাপাশি হিন্দি টিভি চ্যানেল কীভাবে বাংলাদেশে সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে, তাও সংক্ষেপে তুলে আনা হয়েছে। মহান ভাষা আন্দোলনে রক্তের বিনিময়ে যে ভাষার মর্যাদা আমরা রক্ষা করেছিলাম, সেই ভাষা আজ হিন্দি টিভি চ্যানেলের প্রভাবে কীভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আগামী দিনে আরো ভয়াবহ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সে শঙ্কাও গবেষণায় উঠে এসেছে।
বাংলা ভাষার চর্চা ও বিকাশ, মানসম্মত বাংলা ভাষার প্রচলনে করণীয় নির্ধারণ, হিন্দি টিভি চ্যানেল নিয়ন্ত্রণসহ গণমাধ্যমসংশ্লিষ্ট নীতি প্রণয়নে এ গ্রন্থ সহায়ক ভূমিকা রাখবে। যাঁরা গণমাধ্যম ও গণযোগাযোগ, সাংবাদিকতা, শিশু উন্নয়ন, ভাষা ও ভাষাতত্ত্ব ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে সম্পৃক্ত, তাঁদের জন্য বইটি সহায়ক হিসেবে কাজ করবে।
বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ভাষাচিত্র এবং বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটি ভাষাচিত্রের স্টলে পাওয়া যাচ্ছে।
স্বপ্নের কাচঘরে ঘুমন্ত জংশন
এবারের মেলায় প্রকাশিত হয়েছে সাদিকা রুমনের কবিতার বই ‘স্বপ্নের কাচঘরে ঘুমন্ত জংশন’। এ বইয়ে রয়েছে কবির প্রায় ১০ বছরের লেখাজোখা।
গিরগিটির মতো মানুষের বহুরঙা চেহারা, অন্তর্গত সংঘাত, শৈশবের পিছুটান, স্মৃতিকাতরতা এসব বিষয়ই উঠে এসেছে কবিতাগুলোতে।
আবদুল্লাহ সেরুর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ফাংস্রি। ৫৬ পৃষ্ঠার বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির ভেতরে লিটলম্যাগ চত্বরে উতঙ্কের স্টলে। এ ছাড়া পাওয়া যাবে জনান্তিক (আজিজ মার্কেট) এবং মধ্যমা (কনকর্ড অ্যাম্পোরিয়াম) বইয়ের দোকানে।