আহমদ ছফার ‘স্বদেশ’

১৯৭০ সালের গোড়ার দিকে আহমদ ছফার সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘স্বদেশ’ প্রকাশিত হয়েছিল। মাত্র তিন সংখ্যা প্রকাশের পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। প্রায় অর্ধ-শতাব্দী পর সম্প্রতি সেই তিন সংখ্যা হুবহু পুনঃমুদ্রিত হয়েছে। পুনঃমুদ্রিত সংকলনে লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খানের একটি পর্যালোচনা ভূমিকা হিসেবে যোগ করা হয়েছে। সেখানে সলিমুল্লাহ খান শুরুতেই বলেন-
“‘স্বদেশ’ শব্দটির ওপর মহাত্মা আহমদ ছফার একটু মায়া ছিল বলিয়াই মনে হয়। মুক্তিযুদ্ধের আগের বছর তিনি ‘স্বদেশ’ নামক একটি মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনার ভার গ্রহণ করিয়াছিলেন। যত দূর জানিতে পারিয়াছি তাহাতে মনে হইতেছে ১৯৭০ ইংরেজি সালের ফেব্রুয়ারি হইতে জুন-জুলাই মাসের মধ্যে (বাংলা ১৩৭৬ সালের ফাল্গুন ও চৈত্র হইতে ১৩৭৭ সালের জ্যৈষ্ঠ-আষাঢ়) এই পত্রিকার সর্বমোট তিনটি সংখ্যা প্রকাশিত হইয়াছিল। এই পত্রিকায় আহমদ ছফার দুই বড় সহযোগী ছিলেন মুনতাসীর মামুন ও অসীম সাহা। আমাদের সৌভাগ্য তাঁহারা এখনো বাঁচিয়া আছেন।”
আহমদ ছফা ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রাম জেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা করে যশস্বী হয়েছিলেন। জার্মান মহাকবি গেয়েটের ফাউস্ট অনুবাদ তাঁর অমর কীর্তির মধ্যে একটি।
স্বদেশ, প্রতিরোধ, সম্ভাবনা, উত্তরণ এবং উত্থানপর্বের তিনি ছিলেন সম্পাদক। মুক্তিযুদ্ধের সময় তাঁর লিখিত ‘জাগ্রত বাংলাদেশ’ কলকাতায় প্রকাশিত প্রথম কোনো পূর্ণাঙ্গ বাংলা মনোগ্র্রাফ, এটি প্রকাশিত হয় ১৯৭১ সালের ২৮ জুলাই। তিনি ঢাকায় ২০০১ সালের ২৮ জুলাই পরোলোকগমন করেন ।
আলোচ্য সংকলনে পত্রিকা তিনটি পুনঃমুদ্রনের সঙ্গে কয়েকটি নির্দেশিকাও যুক্ত করা হয়েছে। আর সংকলনটি বেরিয়েছে আগামী প্রকাশনী থেকে। এর দাম রাখা হয়েছে এক হাজার ২০০ টাকা।