অঘোর মণ্ডলের নতুন বই ‘এক্সট্রা কাভার’

কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। জীবনের ‘রান আউট’ থেকে বেঁচে গিয়ে ক্রীড়া সাংবাদিক আঘোর মণ্ডল আবার ফিরে এসেছেন তাঁর চিরচেনা সেই পরিবেশে।
এক্সট্রা একটা জীবন পেয়ে রচনা করলেন ‘এক্সট্রা কাভার’ নামের নতুন একটি বই। খেলার মাঠে তাঁর বিভিন্ন স্মৃতি লেখায় এনে মলাটবন্দি করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে বইটি।
ক্রিকেট নিয়ে লেখা তাঁর এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যেন সাবেক তারকা ক্রিকেটার ও সংগঠকদের মিলনমেলা বসেছিল।
অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় (এমপি), এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক সিইও এবং বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক ও সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী।
তাঁরা প্রত্যেকে অঘোর মণ্ডলের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি প্রশংসা করেন তাঁর লেখারও। তাই তাঁরা আশা করছেন ‘এক্সট্রা কাভার’ বইটিও মানসম্পন্ন হবে এবং পাঠকপ্রিয়তা পাবে।
বইটি প্রকাশ করেছে তৃণলতা প্রকাশনী।