শফিকুর রহমান শান্তনুর ‘খামসূত্র’

এবার একুশে বইমেলা উপলক্ষে নাট্যকার শফিকুর রহমান শান্তনু লিখেছেন একটি উপন্যাস- ‘খামসূত্র’। প্রকাশ করেছে সময় প্রকাশন। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ১০০ টাকা। মূলত এটি একটি রোমান্টিক থ্রিলার। একদিক থেকে দেখলে এটা একজন নায়িকার গল্প। আরেকদিক থেকে দেখলে এটা এক বেশ্যার দালালের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।
বইয়ের নামটি আনকোরা ও কৌতূহলোদ্দীপক। কেন খামসূত্র? বইয়ের ফ্ল্যাপে দেওয়া আছে এই উত্তরের একাংশ।
‘পিয়ানাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। চেয়ারের একটা পা ভাঙা।
‘শুনেন ম্যাডাম, আপনারে কিডন্যাপ করা হইছে। কোনো চালাকির চেষ্টা করবেন না। পুলিশ টুলিশ আমরা পকেটে নিয়ে ঘুরি। পকেট ঝাড়া দিলে দু-চারটা পুলিশ বুকডন দিয়ে বেরিয়ে আসবে। আপনাগো মিডিয়া লাইনেরই দুই-চাইরটারে ধরছিলাম। ঐ যে, জাহিদ হাসান, মৌসুমি...’
আব্বাস বিরক্ত মুখে বলে, ‘অত কাহিনীর দরকার নাই। মূল কথায় আসো।’
লেখক শফিকুর রহমান শান্তনু মনে করেন, ‘খামসূত্র এক নতুন দুনিয়ার ধারণা দেবে যা খুব চেনা অথচ কোনোদিনই আমরা চিনতে পারি না। যেখানে প্রেমের ছিটেফোঁটা নেই, অথচ বুকের বাম পাশে সুখের মতো ব্যথা করে ওঠে। কারো হাসি এলোমেলো করে দেয় সব! আয়নায় দাঁড়িয়ে মনে হয়, এ যেন অন্য কেউ! অন্য কারো জীবন! পলকে জীবন বদলে দেওয়ার আরেক নামই কি প্রেম! নাকি ঘৃণা?’