শান্তনু চৌধুরীর উপন্যাস ‘নারীসঙ্গ’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে প্রকাশ হলো শান্তনু চৌধুরীর উপন্যাস ‘নারীসঙ্গ’। বইটি পাওয়া যাচ্ছে উৎস প্রকাশনের স্টলে । প্রচ্ছদ এঁকেছেন প্রবাসী শিল্পী জাহেদুর রহমান রবিন। দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
নতুন উপন্যাস সম্পর্কে শান্তনু চৌধুরী বলেন, ‘নারী একজন মানুষের জীবনে কত ধারা-উপধারায় নদীর মতো প্রবাহিত হতে পারে, তারই একটা ছোট আখ্যান এটি। এই নারীরা যেমন আমাদের সমাজের, তার কাছে যাওয়া, কাছে পাওয়ার ব্যাকুলতা বা লোলুপতা নিয়ে যারা বসে আছে তারাও আমাদের কাছেরই মানুষ। উপন্যাসটি এই মানুষগুলোর পরিচয় তুলে ধরার প্রয়াস মাত্র। এই বইয়ে বেশ কিছু বার্তা রয়েছে আমাদের সময় ও সমাজের জন্য।’
প্রকাশক মোস্তফা সেলিম জানান, ‘উপন্যাসের শুরুর লাইনটা এমন-‘তর শরীর, সকালে নকুরের দোকানের বাদাম দেয়া সুজির মতো, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে।’ এই লাইনটি পড়ে পাঠক সহজেই ধরে নেবে ভেতরে পাতায় পাতায় বনানী আবহে ছুঁয়ে যাবে চিনচিনে প্রেমের বাতাস। রঙ লাগবে শরীরের ভাঁজে ভাঁজে। কিন্তু পুরোটাই কি তাই নাকি তার চেয়ে বেশি কিছু? মেয়েদের শরীরের ঘ্রাণ শুধু কি পাগল করে বেড়াবে গল্পের নায়ক বদিউল আলম ওরফে বদ আলম ওরফে পাভেলকে? নাকি সাথে সাথে নিয়ে যাবে পাঠককেও?
নারীসঙ্গ প্রচ্ছদ সম্পর্কে জাহেদুর রহমান রবিন জানিয়েছেন, ‘দুবাই প্রবাসী তুরস্কের জনপ্রিয় মডেল লিরিকা এই বইয়ের প্রচ্ছদ আঁকার জন্য সময় দিয়েছেন বেশ কয়েকবার। তার শরীরের অবয়বই ফুটিয়ে তোলা হয়েছে প্রচ্ছদে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিবেচনায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।’
নারীসঙ্গ বইটির পাঠ উন্মোচনেও আনা হয়েছে বৈচিত্র্য। ৮ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় নিজ নিজ ক্ষেত্রে কৃতী ১০ নারী বইটির পাঠ উন্মোচন করেন। সেখানে তারা বইটির কিছু কিছু অংশ পড়ে শোনান। বইটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের বন্ধুদের। উৎসর্গপত্রে লেখক বলছেন, ‘বন্ধু আছে বলেই বিশ্বাস এখনো নিঃশ্বাস নিতে শেখায়।’