সাক্ষাৎকার
বইমেলায় সবসময় উপস্থিত থাকতে চাই : চৈতি আহমেদ

অমর একুশে গ্রন্থমেলা-২০১৬-এর প্রথম দিনেই উপস্থিত হয়েছেন কবি ও অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার সম্পাদনা সদস্য চৈতি আহমেদ। প্রথম দিনের বিকেলের দিকে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেননি। সন্ধ্যা ৬টার পর প্রবেশ করে অনুপ্রাণনের স্টলের সামনেই বসলেন, উঠলেন যখন, তখন প্রায় রাত ৮টা বাজে। প্রাণের এ মেলার প্রথমদিনই উপস্থিত হতে পেরে তিনি বেশ আনন্দিত এবং বইমেলায় সবসময় উপস্থিত থাকতে চান বলে জানান তিনি।
চৈতি আহমেদ বলেন, ‘গতবারের বইমেলায় ‘কন্যারা জলজ নয়’ কাব্যগ্রন্থ বের হয়েছিল। এবারের বইমেলায় কোনো বই আসছে না। তবে একটি গল্পগ্রন্থের কাজ চলছে। খু্ব শিগগিরই তা প্রকাশ পাবে।’
আর চতুর্থ বছরে পা দেওয়া ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘অনুপ্রাণন’ সম্পর্কে তিনি বলেন, ‘এটি তরুণদের আত্মপ্রকাশের জায়গা। আমরা নিয়মিত এটা বের করে আসছি। এবারের বইমেলায় এর ১৪তম সংখ্যা আসছে।’ এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো লিটল ম্যাগাজিনের জন্য হুমকি নয় বলে অভিমত প্রকাশ করেন তিনি।