বাংলাদেশ শিশু একাডেমিতে বইমেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে ‘বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা ২০১৬’।
আগামীকাল শুক্রবার সকাল ১১টায় এই বইমেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখত, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও গ্রন্থাগারিক রেজিনা আক্তার এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা।