রকমারি-ঐতিহ্য বই উৎসব

রকমারি ও ঐতিহ্য অনলাইনে চালু করেছে বইমেলা। ছবি : রকমারি ডটকম
প্রকাশনা জগতের অন্যতম নাম ঐতিহ্য আর অনলাইন বুকশপ রকমারি ডটকম বইপ্রেমীদের জন্য নিয়ে এলো উৎসবের আয়োজন।
আগামী ৩ থেকে ৭ এপ্রিল রকমারি ডটকম (www.rokomari.com)-এ চলবে ‘রকমারি-ঐতিহ্য বই উৎসব’।
ইতিহাস, অনুবাদ, কথাসাহিত্য, কাব্য, মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ে এ পর্যন্ত ঐতিহ্য প্রকাশিত হাজারখানেক বই রকমারি থেকে পাঠক কিনতে পারবেন ৩৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে।
দেশের যেকোনো প্রান্ত থেকে বই কিনতে ভিজিট করুন www.rokomari.com/oitijjhya কিংবা যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন ১৬২৯৭ নম্বরে।
অনলাইনে যেকোনো স্থানে বসে যত খুশি বই কিনতে পারবেন মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জে। আছে বই হাতে পেয়ে দাম পরিশোধের ক্যাশ অন ডেলিভারি সুবিধা। এবার চলুক বই পড়া।
এ সুযোগ আগামী ১০ এপ্রিল পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে চালু থাকবে।