বহুমাত্রিক লেখক হোসেনউদ্দীন হোসেনের জন্মদিন আজ

বহুমাত্রিক লেখক হোসেনউদ্দীন হোসেনের আজ জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে (২৮ ফেব্রুয়ারি) যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা কলিম উদ্দীন ও মা আছিরন নেছার পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন চার বোনের এক ভাই। কথাসাহিত্যিক হিসেবে অধিক পরিচিতি পেলেও তিনি ছিলেন আপাদমস্তক একজন কবি। যদিও ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পান প্রবন্ধ ও গবেষণায়।
হোসেনউদ্দীন হোসেন শৈশব থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। ১৯৫৫ সালে কোলকাতা থেকে প্রকাশিত লোকসেবক পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। সেই থেকে শুরু। এই লেখকের জীবদ্দশায় ৩০টির মতো বই বের হয়েছে। এর মধ্যে দুটি কবিতার, দুটি গল্পের, দুটি ছোট গল্পের, ছয়টি উপন্যাসের, চারটি ইতিহাসের, তিনটি বিদেশি সাহিত্যের, একটি জীবনভিত্তিক ও পাঁচটি প্রবন্ধের বই উল্লেখযোগ্য। তিনি সম্পাদনাও করেছেন। তার সম্পাদিত বইয়ের সংখ্যা তিনটি।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা হোসেনউদ্দীন হোসেনের অন্যতম আলোচিত বই ‘মাইস অ্যান্ড ম্যান’। বইটি ভারতের কোলকাতার রবীন্দ্র ভারতি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ানো হয়। বইটির বাংলা হলো ইঁদুর ও মানুষেরা। ইংরেজিতে অনুদিত আরও একটি বই ‘প্লাবন ও একজন নূহ ‘ পাঠক মনে বিশেষ জায়গা দখল করে আছে। প্লাবন ও একজন নূহ ইংরেজিতে অনুবাদের কারণে ২০০৫ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যাল হোসেনউদ্দীন হোসেনকে টপ হানড্রেড রাইটার্স বা সেরা ১০০জন লেখকের তালিকায় ভূষিত করে। এ সময় তাকে গোল্ড মেডেল প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। ইংল্যান্ডের ক্যামব্রিজের ইন্টারল্যশনাল বাইয়োজিক্যাল সেন্টার ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত যেসব লেখকের নাম প্রকাশ করেছে তাতে মধ্যে বাংলাদেশের মধ্যে একমাত্র হোসেনউদ্দীন হোসেনই রয়েছেন। এ ছাড়া দেশি—বিদেশি আরো অন্তত ৫০টি পুরষ্কার ও সম্মামনা পেয়েছেন এই বরেণ্য সাহিত্যিক।
এই নক্ষত্রকে ২০২৪ সালের ২০ মে হারায় বাংলাসাহিত্যপ্রেমীরা।