রংপুরে ‘ঐকতান’ সাংস্কৃতিক কেন্দ্র ও ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন

রংপুরে যাত্রা শুরু করল ‘ঐকতান’ সাংস্কৃতিক কেন্দ্র ও এর ডিজিটাল প্ল্যাটফর্ম (ফেসবুক ও ইউটিউব)। শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও রংপুরের বিশিষ্টজনেরা। আয়োজকদের ভাষ্যে, ‘ঐকতান’ শিশু-কিশোর ও তরুণদের মাঝে শিল্পসত্তার বিকাশ ঘটিয়ে একটি সৃজনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।
ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারিত হবে শিক্ষার্থীদের সংবাদ উপস্থাপনা, আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কনসহ নানা সাংস্কৃতিক আয়োজন এবং সামাজিক সচেতনতা বিষয়ক টক শো।
অনুষ্ঠানে ঐকতানের শিক্ষার্থীরা পরিবেশন করে নানান সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ আকর্ষণ ছিল সংগীতানুষ্ঠান, যেখানে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ‘সঙ ফর গুড’-এর প্রফুল্ল অংশুমান ও আশীষ ভট্টাচার্য্য (বিটুমামা)।
শুরুর দিকে অনুষ্ঠিত হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং ঐকতানের সহযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রায় ১২০০ অংশগ্রহণকারীর মধ্য থেকে একশজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে ‘ঐকতান’-এর এই উদ্যোগ যোগ করল নতুন এক মাত্রা।