রবীন্দ্রনাথ-নজরুল সংগীতে নেত্রকোনায় জমজমাট সাংস্কৃতিকসন্ধ্যা

নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। ছবি : এনটিভি
নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে আয়োজনটির সূচনা হয়। মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক আসরে উপস্থিত দর্শকরা উপভোগ করেন রবীন্দ্র ও নজরুলের কালজয়ী গান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ স্বপন সরকার, ওস্তাদ রতন সরকার, দৃষ্টি সাহা রায়, মৃন্ময়ী মৌমিতা ও প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। তাদের সুরেলা কণ্ঠে ভেসে ওঠে বাঙালির আবেগ, চেতনা ও সৃষ্টির অনন্ত সৌন্দর্য।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ ও নজরুলের গান জীবনের সৌন্দর্য, মানবতা ও প্রেরণার শক্তিকে জাগিয়ে তোলে। তাই নিয়মিতভাবেই তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন।