বুখারা বিয়েনিয়াল: ইতিহাসের শহরে শিল্পের মহোৎসব

উজবেকিস্তানের ঐতিহাসিক শহর বুখারায় শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক বুখারা বিয়েনিয়াল। উজবেকিস্তান আর্ট অ্যান্ড কালচার ডেবেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বুখারা বিয়েনিয়ালে ৪০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। ৭০টিরও বেশি সাইটে-স্পেসিফিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। সিল্ক রোডের এ শহরকে ঘিরে আয়োজন করা হয়েছে শিল্পের এক মহোৎসব, যেখানে সমসাময়িক আর্ট, ঐতিহ্যবাহী কারুশিল্প ও বৈশ্বিক শিল্পীরা একত্রিত হয়েছেন।
এই বিয়েনিয়ালের মূল থিম হলো— ভাঙা হৃদয়ের রেসিপি অর্থাৎ ‘Recipes for Broken Hearts’। একটি পুরোনো ঐতিহ্যবাহী প্রথাকে কেন্দ্র করে এ থিম নির্ধারণ করা হয়েছে। কাহিনীতে রাজপুত্র ও এক কারিগরের মেয়ের প্রেম বাধাপ্রাপ্ত হলে তাদের স্মৃতিতে জন্ম নেয় প্রতীকী খাবার ‘প্লভ’। থিমটি মানুষের হৃদয়ের ভাঙন, আবেগ ও ভালোবাসার বহুমাত্রিক গল্প প্রকাশ করছে।
বুখারা বিয়েনিয়ালের আয়োজন করে উজবেকিস্তান আর্ট অ্যান্ড কালচার ডেবেলপমেন্ট ফাউন্ডেশন। এতে আর্ট পরিচালকের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিউরেটর ডায়ানা ক্যাম্পবেল।
বৈচিত্র্যময় শিল্পকর্ম
প্রদর্শনীতে রয়েছে ভিজ্যুয়াল আর্ট, পেইন্টিং, ভাস্কর্য, টেক্সটাইল, সংগীত, নৃত্য, পাপেট্রি থেকে শুরু করে ইনস্টলেশন। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গঠিত ব্লু রুমে-এ নির্মিত হয়েছে এক শান্তিপূর্ণ ইনস্টলেশন।
এতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘On Weaving Pavilion’, যেখানে স্থানীয় ও বৈশ্বিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আর চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর জন্য স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে বুখারার ঐতিহাসিক মসজিদ, মিনার ও স্থাপত্য ঘেরা পুরোনো নগর এলাকা।
প্রসঙ্গত, বুখারা বিয়েনিয়াল কেবল একটি আর্ট ফেস্টিভ্যাল নয়; এটি ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ, সংস্কৃতি পুনর্জাগরণ এবং তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ এ আয়োজনকে দিয়েছে বৈশ্বিক মাত্রা, আর বুখারা শহর পেয়েছে এক নতুন সাংস্কৃতিক পরিচয়।