অর্ধ শতাব্দীতেও সড়কপথ নিরাপদ হয়নি : জিএম কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/07/gm_kader.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘অর্ধ শতাব্দীতেও সড়কপথ নিরাপদ হয়নি। প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, এটাই স্বাভাবিক।’
এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ শনিবার বলেন, ‘রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, ৫ মে পর্যন্ত পাঁচ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।’
জিএম কাদের বলেন, ‘অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটানার খবর শুনতে চায় না দেশের মানুষ।’
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে।’
বিবৃবিতে সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।