অসুস্থ হয়ে অভিযুক্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন রুস্তম আলী (৮১)। তিনি একজন অভিযুক্ত যুদ্ধপরাধী। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার দুপুর ১২টার সময় তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বুধবার দুপুরে এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে আবু নাসের নামের এক কারারক্ষী রুস্তম আলীকে নিয়ে ঢামেকে নিয়ে আসেন। তখন রুস্তম গুরুতর অসুস্থ ছিলেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ এনটিভি অনলাইনকে বলেন, ‘রুস্তম আলী যুদ্ধপরপাধীর মামলার অভিযুক্ত আসামি। মামলাটি বিচারাধীন। আজ বেলা ১১টার দিকে রুস্তম অসুস্থ হয়ে পড়েন। তার হার্ট, অ্যাজমা ও প্রেশার সংক্রান্ত সমস্যা ছিল। তাঁর বয়স ৮১ বছর। পরে তাৎক্ষণিকভাবে আমরা তাঁকে হাসপাতালে নিই। নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
সুভাষ কুমার ঘোষ আরও বলেন, ‘রুস্তম আলীর গ্রামের বাড়ি কালিয়ার আঠারবাড়ী। তাঁর পরিবারকে এ ঘটনাটি জানানো হয়েছে। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কারাগারের যে নিয়ম-কানুন রয়েছে, সেগুলো সম্পূর্ণ করা হবে। তারপর পরিবারের লোকজন এলে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।’