অ্যাসোসিয়েশন ফর থোরাসিক সার্জারির নতুন কার্যকরী পরিষদ ঘোষণা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/17/ddaaktaar.jpg)
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর থোরাসিক সার্জারির সংগঠনের নবনির্বাচিত সভাপতি ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া (বামে) ও মহাসচিব ডা. মো. মফিজুর রহমান মিয়া। ছবি : এনটিভি
দেশের বক্ষব্যাধি সার্জনদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর থোরাসিক সার্জারির নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। এই পরিষদে ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া সভাপতি ও ডা. মো. মফিজুর রহমান মিয়া মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. শাহীনূর রহমান, ডা. সৈয়দ আমিনুল হক লেলিন ও ডা. মো. দেলওয়ার হোসেন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. মোশাররফ হোসেন শামীম, কোষাধ্যক্ষ পদে ডা. কাজী সাইফুল ইসলাম শাকিল।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. আবদুর রহিম।
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. শেখ মোহাম্মদ জাকির উল্যাহ রাসা এবং সদস্য পদে ডা. মানবেন্দ্র বিশ্বাস, ডা. মাশুকুর রহমান চিশতী ও ডা. তাজদীত রহমান তানিম।