বক্ষব্যাধি ইনস্টিটিউটে হ্যান্ডস অন ট্রেনিং অন ভ্যাটস অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/23/0.jpg)
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চতুর্থ হ্যান্ডস অন ট্রেনিং অন ভ্যাটস (VATS) অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন দেশের বক্ষব্যাধি সার্জনরা।
এ কর্মশালায় থাইল্যান্ডের প্রথিতযশা বক্ষব্যাধি সার্জন ডা. পাড়ুংকিয়াট তাংপিরুন্থাম, ভারতের ডা. রাজিভ সান্তোসাম ও নেপালের ডা. সম্পূর্না মান তুলাধর প্রশিক্ষক হিসেবে অংশ নেন। তারা দেশের চিকিৎসকদের হাতে-কলমে সার্জারির প্রশিক্ষণ প্রদান করেন।
ভ্যাটস (VATS) বক্ষব্যাধি সার্জারির একটি আধুনিক পদ্ধতি, যেখানে প্রথাগত দীর্ঘ কাটার পরিবর্তে ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে বুকের ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে অপারেশন সম্পন্ন করা হয়। এ পদ্ধতিতে বক্ষব্যাধি সার্জারির রোগীর ক্ষত কম হয়, অপারেশন পরবর্তী ব্যথা কম হয়, দ্রুত আরোগ্য হয় এবং রোগী কম সময়ে তার স্বাভাবিক জীবনযাপনে প্রত্যাবর্তন করতে পারেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের বক্ষব্যাধি সার্জনরা অধিকতর দক্ষতা অর্জন করে উন্নততর সেবা প্রদানে সক্ষম হবেন। এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে দেশের বক্ষব্যাধি সার্জনদের একমাত্র সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর থোরাসিক সার্জারি।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগে নিয়মিত ভ্যাটস (VATS) সার্জারির মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।