আবারো প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটুকে আরও তিন বছরের জন্য একই পদে নিয়োগ দিয়েছে সরকার। ২৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে বিটুকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৭ সালের ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে এক বছর মেয়াদে চুক্তিতে নিয়োগ পান আশরাফ সিদ্দিকী বিটু। এরপর কয়েক দফা তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
নতুন আদেশে বলা হয়েছে, পূর্বের শর্তের ধারাবাহিকতা ও একই শর্তে তাঁকে আবারো ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
আশরাফ সিদ্দিকী ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) সভাপতি ছিলেন। ছাত্রত্ব শেষে তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) যোগ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগের আগ পর্যন্ত তিনি সেখানে কাজ করেছেন।