বলিউডে সিন্ডিকেটের ইঙ্গিত করে কাঁদলেন বাবিল

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে। সেই ভিডিওতে তিনি বলিউডে কিছু কলাকুশলীদের সিন্ডিকেটে দিকে ইঙ্গিত করেন। সেখানেশানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং এমনকি অরিজিৎ সিং–এর মতো বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন বাবিল।
এছাড়া বলিউডকে অনেক ‘রূঢ়’ বলে বর্ণনা করেন তিনি। অভিযোগ করেন, বলিউডের মঙ্গল নিয়ে খুব কম লোকই ভাবে। বলিউড নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবিল।
ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে। কান্নারুদ্ধ কণ্ঠে তাঁকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাকী বোধ করার কথা বলতে দেখা যায়। তাঁকে বলতে শোনা গেছে, ‘আমি যা বলতে চাইছি তা হলো, আমি শুধু আপনাদের জানাতে চাই যে, শানায়া কাপুর, অনন্যা পান্ডে এবং অর্জুন কাপুর ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল ও আদর্শ গৌরব এবং এমনকি...অরিজিৎ সিং–এর মতো মানুষও রয়েছেন? আরও অনেক, অনেক নাম আছে। বলিউড এতটাই গোলমেলে। বলিউড খুবই, খুবই রূঢ়।’
ভিডিওকে বাবিলকে জোর করে কান্না আটকে রাখতে দেখা যায়। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে বাবিলের দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল। এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল করেছেন বলেও একটি রেডিট অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে।