আম পাড়া নিয়ে সংঘর্ষে একজন নিহত, ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে।
সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ২০/২৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব ও কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাদের স্বজনরা। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ১০টার দিকে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার বিকেলে গাছ থেকে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে মধ্যলালপুর গ্রামের কাঞ্জিবাড়ী ও ভৈরবের মিরারচর গ্রামের উমরাবাড়ীর শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু সেই সালিশ বৈঠক মীমাংসা ছাড়াই শেষ হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরারচর গ্রামের উমরাবাড়ীর মিশ্রি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন লোক কাঞ্জিবাড়ীতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।