আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত, তদন্তে ইতি টানল সিবিআই

আলোচিত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের ইতি টানলো ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিনেতার মৃত্যুর ৫ বছর কেটে গেলেও ধোঁয়াশা ছিল তার মৃত্যু নিয়ে। প্রশ্ন উঠেছিল, খুন নাকি আত্মহত্যা?
এবার সে প্রশ্নের খোলাসা করে দিয়েছে সিবিআই। শনিবার মুম্বাই আদালতকে এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত।
প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। শেষ রিপোর্টেও সিবিআই নিশ্চিত করেছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে তাঁর প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম আসে। তাঁর বিরুদ্ধে মাদক সরবরাহ, মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ দেওয়া এবং কালাজাদুর মতো অভিযোগ ওঠে। সুশান্তের পরিবার সরাসরি তাঁর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে। ২০২০ সালের অগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে।