আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/31/al-logo.jpg)
আওয়ামী লীগের লোগো। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রোববার। এদিন বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।