ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুরে ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের প্রতিনিধিদের নিয়ে এ সভা হয়।
বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে, বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তরণী কুমারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সভায় সীমান্ত এলাকায় অবৈধ স্থাপনা, উন্নয়ন কার্যক্রম, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধ পারাপার ও চোরাচালান রোধসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, দুই পক্ষই সীমান্তে প্রাণহানি রোধ, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রতিনিধিদলগুলোর প্রধানরা।