আ.লীগ নেতা টিপু হত্যা : চারজন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের চার দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৩১ জুলাই আসামিদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।
গত শনিবার রাতে ওই চারজনকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামিরা হলেন—জুবের আলম খান রবিন, আরিফুর রহমান সোহেল ওরফে সোহেল, খায়রুল ও সাবেক ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান টিটু।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে টিটু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুরের ঘনিষ্ঠ।
এ ছাড়াও হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কীর আস্থাভাজনও ছিলেন তিনি।