আলোকিত হলো বান্দরবানের মুনলাই পাড়া
বান্দরবানের রুমা উপজেলায় পরিচ্ছন্ন সাজানো গোছানো গ্রাম মুনলাই পাড়া। তারপরও সন্ধ্যা নেমে এলে ডুবে যেত অন্ধকারে। আজ শুক্রবার থেকে তা হলো বৈদ্যুতিক আলোয় আলোকিত। সকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার অর্ধশত বছর পর বিদ্যুৎতের আলোয় আলোকিত হলো রুমা উপজেলার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া।’
‘আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে’ উল্লেখ করে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্যবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে বদ্ধপরিকর সরকার। পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ চলছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন সবক্ষেত্রেই এগিয়েছে। পর্যটনশিল্পের উন্নয়নে পাহাড়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।’
সংঘবদ্ধ সশস্ত্র একটি গোষ্ঠী পাহাড়ের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে চলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
৯৯ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী এদিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়ক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৬ কোটি ২৫ লাখ টাকা ও পার্বত্য জেলা পরিষদের ৩ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।