মুখার্জি বাড়ির পুজোয় কাজল-রানি

বলিউড গ্ল্যামারের ঝলক আর বাঙালি ঐতিহ্যের মিশেল প্রতি বছর দুর্গাপূজার সময় মুম্বাইয়ের সান্তাক্রুজে মুখার্জি পরিবারের সর্বজনীন দুর্গাপূজা যেন বলিউডের তারকাদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। আর এই উৎসবের মূল আকর্ষণ অবশ্যই দুই পাওয়ার হাউস অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি।
দীর্ঘদিনের পারিবারিক এই পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং কাজ এবং ব্যস্ততার বাইরে এসে এই দুই বোনের কাছে শেকড়ের কাছাকাছি থাকার এবং একান্তে সময় কাটানোর এক বিশেষ সুযোগ।
পূজার দিনগুলিতে, বিশেষ করে অষ্টমী ও নবমীর সকালে, কাজল ও রানিকে চিরায়ত বাঙালি সাজে মণ্ডপে দেখা যায়।
রানি মুখার্জি প্রায়শই ঐতিহ্যবাহী শাড়িতে সেজে ওঠেন। অন্যদিকে, কাজলকেও দেখা যায় উজ্জ্বল রঙের শাড়ি বা জমকালো বেনারসি-তে। তাঁদের শাড়ি নির্বাচন প্রতি বছরই ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে। শাড়ির সঙ্গে সোনার গয়না বা অক্সিডাইজড ভারী গহনা, মানানসই ব্লাউজ এবং কপালে বড় টিপ এই সম্পূর্ণ বাঙালি সাজে দুই তারকাই তাঁদের নিজস্বতা বজায় রাখেন। মুখার্জি বাড়ির এই পুজো এখন আর শুধু ঘরোয়া গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি এখন বলিউড তারকাদের জন্য এক মিলনমেলা।