আশুলিয়ায় মোবাইলের শোরুমে ডাকাতি, ১৪ লাখ টাকার ফোনসেট লুট

সাভারের আশুলিয়ায় ১৯টি দোকানে ডাকাতি হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও একটি মোবাইলের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী বাজার এলাকায় তুশি টেলিকম মোবাইল শোরুমে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাজারের দোকানীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ওই শোরুমের লোকজন জানায়, আজ ভোর রাতে ওই মোবাইল শোরুমের তালা কেটে ডাকাতরা প্রবেশ করে। এরপর মোবাইল বিক্রির নগদ এক লাখ ১৫ হাজার টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মোবাইল ফোনসেট নিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা খবর পেয়ে ওই মোবাইল শোরুমের তালা কাটা দেখে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত এর সঙ্গে জড়িত বা ডাকাতি হওয়া মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বাচ্চু বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আশুলিয়ার নয়ারহাট বাজারে একসঙ্গে ১৮টি স্বর্ণের দোকানসহ ১৯টিতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দুইশ ভরি স্বর্ণলঙ্কার লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় ওই সময় আহত হন ছয়জন।