রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট মোড় এলাকায় ও ঢাকা মেডিকেলের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- দুখু মিয়া (৩০) ও অজ্ঞাতনামা এক পুরুষ (৫০)।
সোমবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মিয়া এনটিভি অনলাইনকে বলেন, পৃথক ঘটনায় ঢাকা মেডিকেল ও হাইকোর্ট মোড় এলাকা থেকে দুজনকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দুখু মিয়াকে নিয়ে আসা পথচারী রমজান আলী জানান, হাইকোর্ট এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
অন্যদিকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ফুল মিয়া জানান, অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। পরে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কাছে নগদ ১ হাজার ৮০০ টাকা পাওয়া গেছে।