ইভিএমের জন্য ৮ হাজার কোটি টাকা খরচ প্রয়োজন নেই : প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএমের জন্য আট হাজার কোটি টাকা খরচ করার এখন প্রয়োজন নেই। মন্দার দেশ হিসেবে যেন ঘোষণা করতে না হয় সেজন্য সাশ্রয়ী হবার নীতি গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন উদ্বোধন শেষে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় সবাইকে অপ্রয়োজনীয় কেনাকাটা পরিহার করে মিতব্যয়ী হবার আহ্বান জানান শেখ হাসিনা। এ ছাড়া জেলা প্রশাসকদের ২৫ দফা নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।