ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/14/hilli.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজেদের মধ্যে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ শুক্রবার বেলা ১১টায় হিলি সীমান্তের শুন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সতীশ সিং বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার ইয়াসিন আলীকে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। এর আগে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন দুই বাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। এই ধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানায় বিজিবি।