এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাস্ক বিতরণ

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালক ও শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এনটিভির চাঁপাইনবাবগঞ্জের স্টাফ করেসপনডেন্ট শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে জেলার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে আলোচকরা এনটিভির পথচলার না না দিক তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে এনটিভির বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেন।
পরে শহরের বিভিন্ন রিকশাচালক ও পথচারীদের মাঝে এনটিভি পরিবারের পক্ষ থেকে ৫০০ মাস্ক বিতরণ করা হয়।