কক্সবাজারে ইউপি নির্বাচন ঘিরে গোলাগুলিতে নিহত ১, আহত ১৪

কক্সবাজারে ইউপি নির্বাচনে সহিংসতা প্রতিরোধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। ছবি : এনটিভি
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গোলাগুলির ঘটনায় আক্তারুজ্জামান পুতু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুলিবিদ্ধসহ ১৪ জন নারী-পুরুষ আহত হয়েছেন।
খুরুশকুল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপুল চন্দ্র দে গোলাগুলি ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আব্দুর রহমান জানান, নির্বাচনি সহিংসতায় চার জন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন পুরুষ নিহত হন। অপর তিন জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।