করোনাভাইরাস : বগুড়ায় ৩ বাড়ি লকডাউন

করোনাভাইরাস উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন বগুড়ার ধুনট উপজেলার নিমগাছীর শিয়ালী গ্রামের এক ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই তাঁর বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, নিরাপত্তার স্বার্থে লকডাউন করা হয়েছে। এসব পরিবারে খাদ্য সরবরাহ করা হবে।
স্থানীয়রা জানান, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ২৪ মার্চ জ্বর, সর্দি, কাশি রোগে আক্রান্ত হয়ে শিয়ালী গ্রামের বাড়িতে আসেন। এরপর তিনি আরো অসুস্থ হলে পরিবার তাঁকে ২৯ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত বুধবার হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার রাজশাহী ল্যাবে পাঠায়।