সমালোচনার তীরে বিদ্ধ, তবু ভিউতে চূড়ায় ‘জুয়েল থিফ’

সমালোচনায় ছারখার, অথচ দর্শকের চোখে রেকর্ড ভাঙা ভিউ—এ যেন এক বিরল সমীকরণ। ‘জুয়েল থিফ—দ্য হাইস্ট বিগিনস’ সিনেমার গল্প ঠিক এমনই।
২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সাইফ আলী খান ও জয়দীপ আহলাওয়াতের মতো ভারী মাপের দুই অভিনেতাকে নিয়ে এর প্রতি আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে এক গানে জয়দীপের নাচ দেখে প্রথমেই আলোচনায় এসেছিল ‘জুয়েল থিফ’।
কিন্তু মুক্তির পরপরই শুরু হয় সমালোচনার ঝড়। দর্শকদের অনেকেই বলছেন—এই সিনেমার গল্পে নতুন কিছু নেই, চরিত্রগুলোও দাগ কাটে না। কেউ তো সরাসরিই বলেছেন, ‘দেখে সময় নষ্ট হলো।’ সমালোচক মহলেও হতাশার সুরই প্রবল।
তবু আশ্চর্যের ব্যাপার, এমন নেতিবাচক প্রতিক্রিয়ার মাঝেও ভিউয়ের দৌড়ে সবাইকে পেছনে ফেলেছে ‘জুয়েল থিফ’। মাত্র দুই সপ্তাহে নেটফ্লিক্সে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৬১ লাখেরও বেশি বার! মুক্তির প্রথম সপ্তাহেই ভিউ ছিল ৭৮ লাখ, দ্বিতীয় সপ্তাহে তা আরও বেড়ে গেছে।
বিশেষজ্ঞদের ধারণা, বিতর্ক ও নেতিবাচক রিভিউই সিনেমাটির প্রতি কৌতূহল বাড়িয়ে দিয়েছে। একদিকে সমালোচনার কড়া তীর, অন্যদিকে ভিউয়ের চূড়া ছোঁয়ার উল্লাস ‘জুয়েল থিফ’ যেন প্রমাণ করল, দর্শকের মন বোঝা সত্যিই দুঃসাধ্য!
সাইফ-জয়দীপ ছাড়াও অভিনয়ে ছিলেন নিকিতা দত্ত, কুনাল কাপুর, গগন অরোরা ও কুলভূষণ খরবান্দা।