করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু নেই দুদিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমেছে। একইসঙ্গে গত ৪৮ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৫ জনের। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেল, শুক্রবারও মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুনভাবে শনাক্ত হয়েছিল ৮৮ জন।
শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ২১২ জন।
২৪ ঘণ্টায় এক হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৮৯২টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।