প্রিয়াঙ্কা, রাশমিকা থেকে মহেশ বাবু, রামচরণদের ঈদের শুভেচ্ছা

ভারত জুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদ উদযাপন করা হয়েছে। ঈদ আনন্দে মেতেছে দেশটির মুসলিমরা। এ ছাড়া ঈদ উপলক্ষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। বাদ যাননি বলিউডের ভিন্ন ধর্মাবলম্বী তারকারাও। তারাও নানাভাবে ঈদ উদযাপন করছেন এবং তাদের ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া, রাশমিকা, মান্দানা, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, নয়নতারা, মহেশ বাবুসহ একাধিক তারকা পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া প্রতিটি উৎসবে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্ট শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের জীবনে ভালোবাসা আর আলো পাঠাচ্ছি।’
সুস্মিতা সেন
অভিনেত্রী সুস্মিতা সেন তার অনুরাগীদের ঈদে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে লিখেছেন, ‘চাঁদ মোবারক, ভালোবাসা এবং প্রার্থনা।’
রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার সুপারস্টার রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে পোস্টে লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষদের ঈদের শুভেচ্ছা। আজকের দিনটা আপনাদের জীবন হাসি, আনন্দ, ভালোবাসা এবং সুস্বাদু খাবারে ভরে উঠুক। আনন্দে থাকুন এবং অপরের প্রতি দয়াশীল হউন।’
মাধুরী দীক্ষিত
অভিনেত্রী মাধুরী দীক্ষিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ঈদের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘ঈদ মোবারক। আজকের এ বিশেষ উৎসব আপনাদের হৃদয় ভালোবাসায় এবং আপনাদের ঘর আনন্দে ভরে যাক। অন্যদিকে আপনাদের জীবনে নিয়ে আসুক সীমাহীন আশীর্বাদ।’
নয়নতারা
দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা নয়নতারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আনন্দ, খুশি ও শান্তিতে থাকুক আমার সব বন্ধুরা।’
মহেশ বাবু
দক্ষিণী তারকা মহেশ বাবু তার অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ঈদের ফটোকার্ড শেয়ার করেছেন।
রামচরণ
দক্ষিণী সুপার স্টার রামচরণ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যাপি রামাদান আপনাকে এবং আপনার পরিবারকে। ঈদ মোবারক।’
অনিল কাপুর
বলিউড তারকা অনিল কাপুর তার অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ যেন আমাদের প্রার্থনা শোনেন। আমাদের ভুলত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন। আমাদের সবার জীবনে শান্তি, খুশি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন।’
সানি দেওল
সানি দেওল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইদ মোবারক। এই দিনটি ভালোবাসা, আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আপনাদের সকলের সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করছি।’
জুনিয়র এনটিআর
আরআরআর তারকা জুনিয়র এনটিআর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক এবং আপনাদের সকলের আনন্দ, সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করছি।’
মাম্মুটি
দক্ষিণি মেগাস্টার মাম্মুটি এক্স হ্যান্ডলে নিজের এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘হৃদয় জুড়ানো ঈদ শুভেচ্ছা প্রত্যেককে।’
বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, ‘ইদ মোবারক’।