করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেক দেশ থেকে ভালো অবস্থানে : স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ এখন ভারত, পাকিস্তানসহ বহু দেশের থেকে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। মানিকগঞ্জে আজ বৃহস্পতিবার দুপুরে ১২ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক স্কুলশিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষামূলকভাবে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ শিশুকে করোনার টিকা দেওয়ার আয়োজন করে। এর মাধ্যমে শুরু হলো দেশে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে এই ভালো অবস্থানকে আমাদের সবার সহোযোগিতায় ধরে রাখতে হবে। করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার করাসহ আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শিশুদের টিকাদান কর্মসূচি ও ফাইজারের টিকা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ টিকাটি আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই দেওয়া হচ্ছে। টিকাটি অনেক বেশি নিরাপদ। আমরা চাই, আমাদের শিশুরাও নিরাপদে থাকুক। তারা স্কুলে আসছে, তারা যেন করোনাভাইরাস থেকে নিরাপদে থাকে। এজন্য ফাইজারের টিকাটি আমাদের শিশুদের দিয়ে ট্রায়াল করা হলো। অল্পদিনের মধ্যেই সারা দেশে ফাইজারের টিকাটি আমাদের দেশের ছেলেমেয়েদের দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যে সময় বিশ্বের বহু দেশ টিকা না পেয়ে হাহাকার করছে, সে সময়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে অন্তত ছয় কোটি মানুষকে ইতোমধ্যে ভ্যাক্সিন প্রদান করতে সক্ষম হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোভ্যাক্স ফ্যাসিলিটিজ, সিরাম ইনস্টিটিউট বা চীনের সিনোফার্মের টিকাসহ অন্যান্য মাধ্যম থেকে ইতোমধ্যেই অন্তত ২৪ কোটি ডোজ ভ্যাক্সিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই পর্যাপ্ত সংখ্যক টিকা দেশে আসছে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেও টিকা আসা শুরু হয়েছে। বর্তমানে টিকাদানে বাংলাদেশের সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
মন্ত্রী বলেন, আমরা গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক দিনেই প্রায় ৮০ লাখ মানুষকে ভ্যাক্সিন দিয়ে আমাদের সক্ষমতার প্রমাণ দিতে সক্ষম হয়েছি। বর্তমানে দেশের বয়স্ক নাগরিকদের টিকা দেওয়ার পাশাপাশি দেশের স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা দিয়ে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম চলমান করা হয়েছে। স্বাস্থ্য খাতের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশে বর্তমানে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক সেব্রিনা ফ্লোরা, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশিদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নির্দেশনা ও স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাত করোনা প্রতিরোধে ঘুরে দাঁড়িয়েছে। এখন করোনাকে আর উপরের দিকে উঠতে না দিতে দেশের সবার সম্মিলিত সহযোগিতা লাগবে। সবাই মিলে আরেকটু সচেতনতা বজায় রাখতে পারলে করোনা আরও নিয়ন্ত্রণে চলে আসবে।’
গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার তোয়া প্রথম মেয়ে মাধ্যমিক শিক্ষার্থীর টিকা গ্রহণ করে। টিকা গ্রহণ শেষে তাসমিয়া তোয়া উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানায়, ‘স্কুল খোলার পর থেকে ভয়ে ভয়ে ক্লাস করেছি। এখন টিকা নিয়ে নিশ্চিন্তে ক্লাস করতে পারব। করোনার ভয় মন থেকে কেটে গেছে।’