কাঁকড়ায় খেল ১০ কেজির জ্যান্ত ভেটকি মাছ
কাঁকড়ায় খেয়ে ফেলেছে ১০ কেজি ওজনের জ্যান্ত পাতাড়ি (ভেটকি) মাছের এক-তৃতীয়াংশ। এরপরও কোনোমতে সাঁতার কাটছিল মাছটি। প্রায় নিস্তেজ মাছটিকে দেখে সেটিকে উদ্ধার করেন বনবিভাগের কর্মকর্তা তানভীর হাসান ইমরান। মোংলার সুন্দরবনের পশুর নদের হাড়বাড়িয়া এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়।
তানভীর পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের অফিস ইনচার্জ। তিনি বলেন, ‘টহল শেষে হাড়বাড়িয়ার অফিসে ফেরার পথে প্রায় ১০ কেজি ওজনের ভেটকি মাছটি নদীতে ভেসে ভেসে সাঁতার কাটতে দেখি। এরপর বোটের স্টাফ দিয়ে মাছটিকে নদী থেকে তুলি। তুলে দেখি মাছটির লেজের অংশসহ একপাশ থেকে কাঁকড়ায় খেয়ে ফেলেছে।’
তানভীর বলেন, ‘ধারণা করা হচ্ছে, বড় আকারের কাঁকড়া মাছটিকে ধরেছিল। হয়তো কাঁকড়ার যতটুকু খাওয়ার তা খেয়ে মাছটিকে ছেড়ে দিয়েছে।’