কুষ্টিয়ায় ইটের আঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলায় লিয়াকত মন্ডল (৬৪) নামের এক ব্যবসায়ীকে ইটের আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চালের বর্ডার এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। এরই মধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত লিয়াকত মন্ডল চালের বর্ডার এলাকার মৃত জদা মণ্ডলের ছেলে। তিনি চালের বর্ডার এলাকায় খাবারের হোটেল চালাতেন।
নিহত লিয়াকত মন্ডলের মেজ ছেলে ইমরান মন্ডল বলছেন, রাত সাড়ে ১২টার দিকে চালের বর্ডার এলাকার চিহ্নিত মাদক সেবনকারী সবুজ ও মুন্নাসহ কয়েকজন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে তাঁর বাবার বুকে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাঁর বাবাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, লিয়াকত মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে থানায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।