কুষ্টিয়ার মিরপুরে ঐতিহ্যবাহী ওয়াক্তিয়া মসজিদ

দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়াক্তিয়া মসজিদ। এক সময় এখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করলেও এখন এটি একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে মসজিদটি এখন ধ্বংসের দারপ্রান্তে রয়েছে।
জানা গেছে, ১৯৪৪ সালে স্থাপিত প্রাচীন বিদ্যাপীঠ মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ১০০ জন মেয়ে শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত এই ওয়াক্তিয়া মসজিদটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ইটের তৈরি মসজিদটির টিনের চালা, দরজা-জানালা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। দেয়াল থেকে খসে পড়ছে ইট-সুরকি। বিশালাকৃতির একটি গাছ হেলে আছে টিনের চালার উপরে।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ বলেন, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত ওয়াক্তিয়া মসজিদটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমি যোগদানের পর এটিকে সংস্কারের চেষ্টা করেছি কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। যদি অর্থ বরাদ্দ পাওয়া যায় তাহলে এটাকে সংস্কার করে পুনরায় চালু করা সম্ভব হবে।