খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চার সদস্য গ্রেপ্তার
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ছনখোলাপাড়া এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ ইউপিডিএফের চার টোল আদায়কারীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল ছনখোলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি এলজি, পাঁচটি চাঁদা আদায়ের বই, দুটি মানিব্যাগ, দুটি ব্যাগ, ছয়টি মোবাইল ফোনসেট, নগদ তিন হাজার ৭৮৫ টাকাসহ প্রসীত খীসা নেত্বাধীন ইউপিডিএফের (মূল) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরা অস্ত্রের মুখে জোরপূর্বক মানুষের কাছ থেকে চাঁদা আদায়সহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের মানিকছড়ি অঞ্চলের প্রধান টোল আদায়কারী এবং মানিকছড়ির গচ্ছাবিলের মরাদংপাড়ার দুর্জয় চাকমা (৩২), সহকারী টোল আদায়কারী একই এলাকার রিমাপাড়ার অংথই মারমা (২২), সহকারী টোল আদায়কারী একই এলাকার কংচাই মারমা (১৯) এবং টোল আদায়কারী চাইলা মারমা (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ তাদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃত দুর্জয় চাকমার বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে এবং ওই মামলার তিনি পলাতক আসামি।