খাগড়াছড়িতে জেলা প্রশাসনের ১০ হাজার মাস্ক বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এ মাস্ক বিতরণ করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস আজ সকালে জেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন, নয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ মাস্ক হস্তান্তর করেন।
খাগড়াছড়ি প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়ার সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পক্ষে জাবারাং কল্যাণ সমিতি, ত্রিপুরা কল্যাণ সংসদ, মারমা উন্নয়ন সংসদ, যানবাহন মালিক সমিতিসহ নয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিতরণের জন্য মাস্কগুলো বুঝে নেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘করোনার দ্বিতীয় পর্যায় মোকাবিলায় দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি হচ্ছে মাস্ক পরিধান অন্যটি সামাজিক দূরত্ব বজায় রাখা। তারই অংশ হিসেবে আজ ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘এর পাশাপাশি মাস্ক পরিধানে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ১৩ দিনে দুই হাজার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রয়োজনে এ কার্যক্রম আরো জোরদার করা হবে।’