খাগড়াছড়ির অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ১

খাগড়াছড়ি থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে মো. ইয়াসিন মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরী খাগড়াছড়ির নুনছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আটককৃত ব্যক্তি কিশোরগঞ্জের শিমুলতলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী।
জানা যায়, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি নুনছড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। ঘটনার একদিন পর কিশোরীর মা বাদী হয়ে ইয়াসিন মোল্লার নাম উল্লেখ করে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। প্রযুক্তির মাধ্যমে নবাবগঞ্জ থানাপুলিশের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে। ব্যবসায়িক কারণে ওই কিশোরীর বাবার সঙ্গে আটককৃত ইয়াসিন মোল্লার পূর্ব পরিচয় ছিল। সেই সূত্রে তিনি বাড়িতে তাদের আসা যাওয়া করতেন। এর মধ্যে ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে ঢাকায় পালিয়ে যান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীসহ ভিকটিমকে খাগড়াছড়ি আনা হচ্ছে।