খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
জামালপুর সদর উপজেলায় খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ আলীকে (২৮) আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়ইটার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
ওই শিশুর ভাবি জানান, আজ দুপুরের দিকে ফরহাদ আলী খাবার কিনে দেওয়ার কথা বলে তাঁর সাত বছর বয়সী ননদকে বাড়ি থেকে কিছু দূরে পাহাড়ি এলাকায় নিয়ে যান। পরে সেখানকার একটি কলাবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ফরহাদ। অসুস্থ অবস্থায় ওই শিশু বাড়ি ফিরে আসে। পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে ধর্ষণের বিষয়টি জানায় সে। ধর্ষণের ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ফরহাদ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুটির পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ভিকটিম শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. জাকিউল আলম খান জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ফরহাদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।