খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত বিএনপি : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বিএনপি তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত রয়েছে।’
আজ সোমবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে শ্রমজীবীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসহায় দরিদ্র মানুষদের নিয়ে তাদের কোনো চিন্তা নাই, খালেদা জিয়াকে বিদেশ না নিয়ে গেলে নাকি বাংলাদেশ অতল গহ্বরে হারিয়ে যাবে। বিএনপির ভাষায় খালেদা জিয়া বিদেশ গেলেই তিনি করোনামুক্ত হবেন। তাঁর ৭৬ বছর বয়সের সব রোগ ভালো হয়ে যাবে।’
প্রতিমন্ত্রী করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, ‘করোনা মহামারির এই দুর্যোগে সামর্থের সর্বোচ্চটুকু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকছেন। অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণের মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন। আর বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যে রাজনীতি শুরু করেছে, আমি তার তীব্র নিন্দা জানাই।’
সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালুর মাঠে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদ এই ঈদসামগ্রী বিতরণের আয়োজন করে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ।
পরে পাঁচশ শ্রমজীবী পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, সেমাই, চিনি, সাবান ইত্যাদি।