গুলশানে ক্লাবে র্যাবের অভিযান, মদ-বিয়ার উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/06/gulshan_rab_photo.jpg)
গুলশানে গতকাল শুক্রবার রাতে ক্যাপিটাল রিক্রিয়েশন নামের একটি ক্লাবে অভিযান চালায় র্যাব। ছবি : এনটিভি
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ক্যাপিটাল রিক্রিয়েশন নামের একটি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন এই অভিযানের নেতৃত্ব দেন।
র্যাবের এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই ক্লাবটি অনুমোদনের বাইরে বিদেশি মদ সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালানো হয়।