গোপালগঞ্জে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা র্যাব-৬।
গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
গ্রেপ্তার মো. হাদিস শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।
খুলনা র্যাব-৬ জানিয়েছে, অস্ত্র বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় খুলনা র্যাব-৬ এর একটি দল। অস্ত্র বেচাকেনার সময় ওই স্থান থেকে হাতেনাতে অস্ত্রধারী সন্ত্রাসী মো. হাদিস শিকদারকে গ্রেপ্তার করে খুলনা র্যাব-৬ এর লেফটেন্যান্ট মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ আরও জানায়, উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার করা আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।