ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে গাঁজাসহ গ্রেপ্তার দুই নারী
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীরা হলেন, বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের সামিরা শীতল তুবা(১৯) ও বাগেরহাটের কচুয়ার মারিয়া (২১)।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সন্দেহজনক একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহন করা মাইক্রোবাস, ৩টি মোবাইলফোন সেট, চ্যানেল এসটিভি ও দৈনিক সরেজমিন পত্রিকার দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।