গোপালগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের ভাঙ্গা হাইওয়ে থানা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদী ১৪ নম্বর ব্রিজের কাছ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হামিদ উদ্দিন আহম্মেদ জানান, আজ সকাল ১১টায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে সড়ক পারাপারের সময় কোনো যানবাহন চাপা দেওয়ার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।